নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটি :: প্রতিমা নিরঞ্জন চলাকালীন মহিলাদের উত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক। ঘটনাটি ঘটেছে নৈহাটি ফেরিঘাট এলাকায়। বুধবার রাতে নৈহাটি ফেরিঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জন চলছিলো। সেই প্রতিমা নিরঞ্জন দেখতে অসংখ্য মানুষ উপস্থিত ছিলো নৈহাটি ফেরিঘাট চত্বরে।
সেই সময় এক যুবক মহিলাদের উত্যক্ত করছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করতে গেলে মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঐ যুবক বলে অভিযোগ।এরপর ঘটনাস্থলে কর্তব্যরত নৈহাটি থানার পুলিশ কে বিষয় টি জানানোর পর পুলিশ অভিযুক্ত যুবক কে আটক করে। এই ঘটনায় নৈহাটি ফেরিঘাট চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।