নৈহাটির পাশাপাশি শ্বেতা ও অয়ন কামাহাটি পৌরসভার কাছেই একটি আবাসনে মামা ভাগ্নির পরিচয় দিয়ে থাকতো তারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটি :: ২১শে,মার্চ :: শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ অয়নশীলকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি। সেখানেই নাম যুক্ত হয় কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর। নৈহাটির পাশাপাশি শ্বেতা ও অয়ন কামাহাটি পৌরসভার কাছেই একটি আবাসনে মামা ভাগ্নির পরিচয় দিয়ে থাকতো তারা।

মাঝে মধ্যেই আসতেও এই আবাসনে বেশ কিছুক্ষণ সময় কাটাতেন আবাসনের এই ঘরটিতে। তবে গত এক সপ্তাহ ধরে তাদের আর দেখা পায়নি আবাসনের অন্য আবাসিক সহ নিরাপত্তা রক্ষী।

এরপর আবাসনের নিরাপত্তা রক্ষী শংকর জানা জানালেন মাঝেমধ্যে এই আবাসনে আসতেন তারা তবে যাতায়াত করতেন একটি চার চাকা গাড়িতে গত সপ্তাহখানেক ধরেও তাদের দেখা পাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =