নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটি :: বৃহস্পতিবার ৩১,অক্টোবর :: নৈহাটির বড় মা র পূজো ১০১ বছরে পড়ল। চৌদ্দ হাত লম্বা বিশালাকার মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রুপ দর্শন করতে দুর দুরান্ত থেকে ভক্তদের ঢল নামে নৈহাটির বড় মা কালী মন্দিরে। ভক্তদের দেওয়া হাজার হাজার শাড়ি দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয়।
কয়েক হাজার কিলো ফল বিভিন্ন হাসপাতালে রোগীদের সুস্থতা কামনা করে প্রসাদ হিসাবে দেওয়া হয়। কন্যা দায়গ্রস্হ পিতার পাশে মন্দির কতৃপক্ষ সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বলে জানালেন মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য।
একশ বছর আগে নৈহাটি নিবাসী বিভাস চক্রবর্তীর বাড়ির রক্ষাকালী পূজো আজকের “বড় মা” নামে সর্বজন খ্যাত। বিভাসবাবু নবদ্বীপ ভ্রমণ কালে বড় বড় দেবদেবীর মূর্তি প্রত্যক্ষ করেন। এর পর তিনি চৌদ্দ হাত লম্বা মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান। সেই থেকেই চক্রবর্তীর বাড়ির রক্ষাকালী, চৌদ্দ হাত বড় মা নামে সার্বজনীন প্রতিষ্ঠা পান।
মূলত চার দিনের জন্য বড় মা নৈহাটিতে অধিষ্ঠান করার ফলে ভক্তদের আক্ষেপ থেকে যায়। মন্দির কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে সারা বছরের জন্য বড় মা কে একশ কে জি সোনা এবং দুশো কে জি রুপোর গয়না দিয়ে সুসজ্জিত করে দৃষ্টিনন্দন মন্দিরে রেখেছেন। সারা বছর ভক্ত সমাগমে মন্দির পরিপূর্ণ থাকে।