নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: শুক্রবার ১৪,নভেম্বর :: রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ ভোটারদের নাম রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও। তবে শাসক বিরোধী তরজাতে বঙ্গে রাজনীতি ক্রমেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং অভিযোগ করলেন, নৈহাটির বিধায়ক সনত দের পিতা দশ বছর আগে প্রয়াত হয়েছেন।
এক যুগ আগে পিতা হারানোর সেই শোকের কথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন নৈহাটির বিধায়ক। আর সেই তত্ত্বকে হাতিয়ার করেই ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আমার নির্বাচন কমিশনের এসআইআর এর নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিধায়কের পিতা ১০ বছর আগে প্রয়াত হয়েছেন কিন্তু তিনি এখনো ভোট দিচ্ছেন কি করে।
ভোটার তালিকায় এখনো বিধায়কের বাবার নাম রয়েছে। উনি কি স্বর্গে থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেন। এই সরকার মৃত, ভুয়ো, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের ভোটব্যাংক তৈরি করেছে। দশ বছর আগের মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় কেন থাকবে সে নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
যদিও পাল্টা নৈহাটির বিধায়ক সনত দে বলেন, অর্জুন সিং মিথ্যে কথা বলছে। ওর মাথা খারাপ হয়ে গেছে।। ও যে তথ্য দিচ্ছে সম্পূর্ণ ভুল। আমি আমার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দিতে পারি যে কেউ গিয়ে নির্বাচন কমিশনে ওয়েবসাইট থেকে গিয়ে দেখবেন বাবার নাম নেই।

