নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: নৈহাটি রানাঘাট রুটে রেল লাইনের কাজের জন্য ১২ ঘণ্টা নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল।একথা আগেই ঘোষণা করেছিল রেল কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে হালিশহর নৈহাটি লাইনে। এজন্য শিয়ালদা মেন লাইনে বাতিল হয়েছে ৪২ টি লোকাল ট্রেন।
নৈহাটি রানাঘাটের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্যই এই পাওয়ার ব্লক নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। ১৫ই অক্টোবর রাত্রি থেকে ১৬ই অক্টোবর সকাল ১০টা পর্যন্ত নৈহাটি রানাঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিন্তু রবিবার সকালে দেখা গেল বিক্ষিপ্তভাবে ট্রেন চলাচল করছে রানাঘাট থেকে। খোলা টিকিট কাউন্টারও। রেল কর্তৃপক্ষ এই ট্রেন বাতিলের কথা আগের থেকে বেশী করে প্রচার না করায় সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা।