নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: সোমবার ৫,আগস্ট :: নৈহাটীর ফেরীঘাট চত্বরে আবারও তিনটি চার চাকা গাড়ি হড়পা বানে গঙ্গায় ডুবল। পরে গাড়িগুলিকে উদ্ধার করে পাড়ে টেনে নিয়ে আসে স্থানীয়রা। ঘটনাস্থলে নৈহাটীর পুরপ্রধান ছুটে আসেন । শেষ গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন। এই গাড়িগুলির আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন।
বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করেন। কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে। এই বিষয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি, নিষেধ সত্ত্বেও মানুষ গার্ড রেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে।
এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে। গঙ্গায় জল বেড়েছে। তার ওপর হড়পা বান আসছে। মানুষকে সতর্ক করতে ছুটে এসেছি। এটা আমাদের দায়বদ্ধতা।