সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বুধবার ১০,সেপ্টেম্বর :: আবারও সুন্দরবনে দক্ষিণ রায়ের মুখে পড়লেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎসজীবীর নাম চিরঞ্জিত মন্ডল। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা নাগাদ । নিখোঁজ ওই মৎসজীবীর বাড়ি গোসাবার কালিদাসপুরে।
পরিবার সূত্রে খবর, গত ৩১ অগাস্ট গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানা এলাকার কালিদাসপুরের বাসিন্দা চিরঞ্জিত মন্ডল সহ আরো দুজন মৎসজীবী সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
প্রতীকী চিত্র
সোমবার সন্ধ্যা নাগাদ যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন তারা সেই সময় হঠাৎই একটি বাঘ আচমকা তাদের নৌকার উপরে লাফিয়ে পড়ে।
চিরঞ্জিত মন্ডল নামের ওই মৎসজীবীকে বাঘ মুখে করে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে। তার সঙ্গে থাকা অপর দুই মৎসজীবী পিছনে ধাওয়া করেও তার কোন খোঁজ পায়নি। এরপর অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাতের মধ্যে চিরঞ্জিতকে ছাড়াই তারা এলাকায় ফেরেন।
বনবিভাগ ও সুন্দরবন উপকূল থানায় খবর দেওয়া হয়। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন বন কর্মীরা।