নৌকা ও স্থলপথে একুশের পথে সুন্দরবনের তৃণমূল নেতাকর্মী সমর্থকরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বৃহস্পতিবার ২০,জুলাই :: উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে সদ্য পঞ্চায়েত নির্বাচনের ধরাশায়ী হয়েছে বিরোধীরা ।

একদিকে পঞ্চায়েত নির্বাচনের জয়ের উচ্ছ্বাস অন্যদিকে একুশে শহীদ স্মরণে দলে দলে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা একুশে জুলাই রওনা দিয়েছে সেই ছবি দেখা গেল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে সমাজসেবী নিশিকান্ত জোয়ারদারের নেতৃত্বে ।

কয়েকশ নেতাকর্মী সমর্থকরা তৃণমূলের দলীয় পতাকা নিয়ে একুশে জুলাই ২৪ ঘন্টা আগে রওনা দিলেন। তাদের একটাই উদ্দেশ্য এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি আক্রান্ত হয়েছে ।

সেই শহীদ স্মরণ করতে শ্রদ্ধাঞ্জলি দিতে তাই সকাল সকাল রওনা দিলেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা অন্যদিকে ছোট কলাকাজি বেদনি রায়মঙ্গল নদী পথে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের নৌকায় করে মিছিল করে ধামাখালি তারপর সেখান থেকে বাসে করে সোজা ধর্মতলা উদ্দেশ্যে রওনা ।

সেই ছবি দেখা গেল সব মিলিয়ে আগামী কাল শুক্রবার একুশে জুলাই যে আবেগ অনুভূতি রয়েছে তৃণমূল নেতা কর্মীর সমর্থকদের মধ্যে তারই প্রতিচ্ছবি দেখা গেল নদীপথে অন্যদিকে স্থলপথে তারা মিছিল করে দলে দলে ট্রেনে ও বাসে উঠে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।

সবমিলিয়ে একুশে জুলাই এর আগের দিন ধর্মতলা চত্বর ভিড় জগতে শুরু করেছে পাহাড় থেকে সমতল জঙ্গলমহল থেকে সুন্দরবন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =