কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়ার। জখম আরও চার জন।ঈদের ছুটি উপলক্ষে পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু।মালদহের ইংরেজবাজার থানার যদুপুর পঞ্চায়েতের বাদলমোড় এলাকার ঘটনা। স্থানীয়রা তড়িঘড়ি চার জনকে উদ্ধার করে।ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে পুকুরে জাল ফেলে মৃতদেহ দুটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই জন হল সলিউদজামান(১৯) পিতা আক্তার হোসেন।বাড়ি কালিয়াচকের সুজাপুরের মূলবি পাড়া। রেজুয়ান শেখ(১৯) পিতা হাজী আব্দুস সামাদ। বাড়ি কালিয়াচকের সুজাপুর মৌলবী পাড়ায়।
আহতরা বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটি উপলক্ষে বুধবার পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু। পিকনিক করার সময় ছয় বন্ধু মিলে একটি ছোট্ট নৌকায় নৌকাবিহার করতে যায়। পুকুরের মাঝে গিয়ে নৌকা উল্টে যায়। ছয়জনের মধ্যে অধিকাংশই সাঁতার জানত না।
আশেপাশের বাসিন্দারা তাদের পুকুরে ডুবতে দেখে ছুটে আসে। তড়িঘড়ি ছার জনকে উদ্ধার করতে পারে। বাকি দুইজন পুকুরের জলে তলিয়ে যায়। পরে মাছ ধরার জাল দিয়ে তাদেরকে উদ্ধার করে।