নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল এক খুদে। পাখির নাম- ১০,ফলের নাম- ১০,ফুলের নাম- ৫, শাকসবজির নাম-১৫ কীটপতঙ্গের নাম- ১০,পশুর নাম- ২৫,সাতটি বারের নাম দিয়েই বাজিমাত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্ৰামের সংকল্প দাস।
সংকল্পের বয়স ২ বছর ৩ মাস। অনলাইনে পুরস্কার পাঠানো জন্যে সাড়ে নয় হাজার টাকার দাবি করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যদেরকে।
আজ সংকল্পের পরিবারের সদস্যরা,সংবাদমাধ্যমকে জানান,পারিবারিক সমস্যা থাকার জন্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার নিতে পারছেনা। খুদে সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠার জন্যে গর্বিত এলাকাবাসীরা।