নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: সোমবার ৫,ফেব্রুয়ারি :: মাথা ন্যাড়া হয়ে সাদা থান পরে আমরণ অনশনের ডাক দিল ২০০৯ এর চাকরি প্রার্থীরা।২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা।
দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি অফিসের সামনে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিজেদের নিয়োগের দাবি নিয়ে সকাল থেকেই সাদা থান পরে অবস্থান বিক্ষোভে বসেন।চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কিন্তু, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ৩২৮ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি।
তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।আরো বলেন এখন পর্যন্ত ১০৪২ জন চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত নিয়োগ পাবো ।কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হচ্ছে না। চেয়ারম্যান অবিলম্বে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। এখনো পর্যন্ত চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর ওপর ভরসা রেখেছে। আমাদের জীবন থেকে ১৫ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ পত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি।
এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। পাশাপাশি তারা জানায়, পূর্ণাঙ্গ প্যানেল ও নিজেদের হকের চাকরি দাবীতে আমরণ অনশন শুরু করেছে। যতদিন না তাদের চাকরির নিয়োগপত্র হাতে দেয় এসে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এমনকি যদি পুলিশ প্রশাসন তাদের এই আন্দোলনে বাধা দেয় তাহলে শিকলের মাধ্যমে গাছের সাথেও নিজেদের বেঁধে নিতে তারা পিছু পা হবে না।