ন্যাশনাল দাবা খেলোয়াড়ের পরিচয় দিয়ে জালিয়াতি – বাগদায় গ্রেপ্তার এক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: রবিবার ২৭,এপ্রিল :: ন্যাশনাল দাবা খেলোয়াড়ের পরিচয় দিয়ে বাগদা বিডিও সহ একাধিক তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল প্রকাশ রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের বাড়ি হাবরা থানার আক্রমপুর এলাকায়। বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন প্রকাশ রায় নামে এক ব্যক্তি বাগদাতে এসে নিজেকে দাবা খেলোয়াড় হিসেবে পরিচয় দেয় । সাথে অভিষেক ব্যানার্জি তাকে পাঠিয়েছে বলে আর্থিক সাহায্য চায় ।

অভিষেক ব্যানার্জীর নাম শুনে অনেক তৃণমূল নেতাই তাকে আর্থিকভাবে সাহায্য করে। পরে জানা যায় সমস্তটা মিথ্যা। শনিবার ব্যক্তির নামে প্রতারণার অভিযোগ করেন বাগদার ব্লক আধিকারিক প্রসুন প্রামানিক ৷ পুলিশ তাকে গ্রেফতার করেছে ও ঘটনার তদন্ত করছে।

সূত্রে জানা যায় বনগাঁ বাগদার একাধিক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সহ ব্লক প্রশাসনের কর্তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে ছিল প্রতারক ৷ পুলিশ তাকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =