নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১৮,এপ্রিল :: ন্যাশনাল হেরাল্ড মামলার চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী নাম দেওয়ার প্রতিবাদে আসানসোলের হটন রোড মোড়ে কংগ্রেসের পথ অবরোধ ঘিরে উত্তেজনা।
পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা ও কর্মীদের ধস্তাধস্তি।পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অবরোধ তুলে দেয়। প্রসঙ্গত পশ্চিম বর্ধমান কংগ্রেস জেলা কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে হটন রোডে মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ পথ অবরোধ তুলে দেয়।