সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: মঙ্গলবার ৮,এপ্রিল :: নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে ফের হোমে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সন্দীপ সিং (২১)। এই ঘটনা নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরের রাজপুর সোনারপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ফরতাবাদ এলাকায় ‘আরোগ্য নিকেতন’ নামে একটি হোম বিগত তিন মাস ধরে এই বাড়িতে চালু রয়েছে। যদিও হোমের বয়স প্রায় ৯ বছর, তবে নতুন ঠিকানায় তাদের কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি।
পরিবার সূত্রে খবর, মৃত যুবক সন্দীপ সিং-এর বিরুদ্ধে চেতলা থানায় পকসো আইনে মামলা চলছিল। পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগ থাকায় গত বছরের ৯ই ডিসেম্বর থেকে তাকে এই হোমে রাখা হয়েছিল।
পরিবারের দাবি, সন্তুর বাবা জানিয়েছিলেন যে ৫ই এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যাবেন। তবে ৬ই এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি।
এর পরই ভোররাতে বাথরুমের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয় সে। তাকে উদ্ধার করে এম.আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজপুর সোনারপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস।
তিনি জানিয়েছেন, তার ওয়ার্ডের মধ্যে এই ধরনের হোম চালানোর বিষয়টি তিনি জানতেনই না। পৌরসভা বা স্থানীয় কাউন্সিলারদের কোনও রকম অনুমতি ছাড়াই এই হোম পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ তার। তিনি এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।