পঞ্চম টেস্টের প্রথম দিনে চালকের আসনে রোহিত ব্রিগেড।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ৮,মার্চ :: ভারত বনাম ইংল্যান্ড এর পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ কার্যত নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যে ভারত এই টেস্ট সিরিজ জিতে গেছে। ভারত ৩_১ ব্যবধানে এই টেস্ট সিরিজ আগেই নিজেদের পকেট বন্দি করে নিয়েছে। ধর্মশালার টেস্ট কার্যত নিয়ম রক্ষার।

তবে উভয় দলই চাইছে এই ম্যাচ জিতে সিরিজ শেষ করতে। এদিন যদিও ইংল্যান্ডের প্রথম ইনিংস খুব একটা বেশিদূর এগোতে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের গোটা ইনিংস। প্রসঙ্গত এরপর ভারত ৩০ ওভার ব্যাট করার পর এক উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে ।

বলা যেতে পারে পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিন চালকের আসনে বিরাজ করছে টিম ইন্ডিয়া। ব্যক্তিগত ৫২ রানে নট আউট রয়েছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ও ২৬ রানে রয়েছেন গিল। এদিন প্রথমে ইংল্যান্ড ব্যাট করার সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। কুলদীপ আশ্বিনদের বোলিংয়ের সামনে দ্রুত অলআউট হয়ে যায় ইংরেজরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 11 =