পঞ্চায়েতের টোটো শহরের প্রবেশ করতে না দেওয়ার নির্দেশিকায় দুমকা রোড অবরোধ করে বিক্ষোভ টোটো চালকদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: ১৬ সেপ্টেম্বর থেকে রামপুরহাট শহর এলাকায় পঞ্চায়েতের কোন টোটো প্রবেশ করবেনা এমনই নির্দেশিকা জারি করে রামপুরহাট পৌরসভা । তারই জেরে রামপুরহাট শহর সংলগ্ন আশেপাশের প্রায় ২৫-৩০টি গ্রামের হাজার খানের টোটো চালকরা রামপুরহাটের বর্ডার ঝনঝনিয়া মোড় এর কাছে রামপুরহাট দুমকা রোড অবরোধ করে।

পঞ্চায়েতের টোটো চালকদের দাবি এই ধরনের নির্দেশিকা জারি করার আগে পঞ্চায়েত এলাকার টোটো চালকদের সঙ্গে কোন রকম আলোচনা করেনি প্রশাসন । পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এবং পৌর এলাকায় টোটো চালিয়ে জীবন অতিবাহিত করছি। আজকে হঠাৎ করে পৌরসভার ও মহকুমা প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা চরম বিপদের সম্মুখীন হচ্ছি ।

প্রতিটি টোটো চালক ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে গাড়ি কিনে টোটো চালাচ্ছে । এমত অবস্থায় পৌরসভা ও মহকুমা প্রশাসনের এহেনও সিদ্ধান্তে প্রায় হাজার খানে টোটো চালকের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে । তাই আমরা সকল টোটোচালক মিলে পৌরসভা এবং পঞ্চায়েতের বর্ডার ঝনঝনিয়া সাঁকো অবরোধ করেছি।

বীরভূমের সঙ্গে দুমকা যাবার একমাত্র রাস্তা টোটো চালকদের দ্বারা অবরোধের জন্য রামপুরহাট দুমকা রুটের সমস্ত বাস এবং পাথর শিল্পাঞ্চলের সমস্ত গাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 12 =