নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ৩০,মার্চ :: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্রে এমন গুরুতর অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প রূপশ্রীর ইনকাম সার্টিফিকেটে বর্তমান পঞ্চায়েত প্রধানের সাক্ষরের জায়গায় রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সাক্ষর।
যাকে ঘিরে তোলপাড় কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েত।বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জীর অভিযোগ এ গর্হিত অপরাধ।ওই সার্টিফিকেট ইতিমধ্যে পঞ্চায়েত বাজেয়াপ্ত করেছে। স্থানীয় মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগও করেছে পঞ্চায়েত।জানানো হয়েছে দলের উচ্চ নেতৃত্ব ও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতিকে।
অভিযোগ, পঞ্চায়েত এলাকার অধীনে থাকা আররা এলাকার এক বাসিন্দা তার মেয়ের বিয়ের জন্য শুক্রবার একটি ইনকাম সার্টিফিকেট জমা দেন পঞ্চায়েতে। আর সেই ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে গিয়েই হতবাক হয়ে যান।
ঐ ইনকাম সার্টিফিকেটে সাক্ষর থাকার কথা বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমনি সোরেনের, কিন্তু সেই সার্টিফিকেট চলতি মাসের ২০ তারিখ ইস্যু হলেও সেখানে বর্তমান পঞ্চায়েত প্রধানের সাক্ষরের জায়গায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান পীযুষ মুখোপাধ্যায়য়ের সাক্ষর কিভাবে চলে এলো সেটা দেখে তিনি চমকে ওঠেন।
সাথে সাথে বিষয়টি জানানো হয় কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য ও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নব কুমার সামন্ত কে।পরে কাঁকসার মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত।