নিজস্ব সংবাদদতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১০,আগস্ট :: পঞ্চায়েত গঠনে মিলেমিশে একাকার তৃণমূল বিজেপি সিপিএম ও কংগ্রেস। চার দলের সদস্যদের সমর্থনের তৃণমূল সদস্য হলেন পঞ্চায়েতের প্রধান। উপপ্রধান গেল আবার বিজেপির সদস্যের কাছে।এমনই ঘটনা মালদার রতুয়া ২ ব্লকের আরাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
২৩ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তৃণমূল জয়ী হয়েছিল ৯টি আসনে।অন্যদিকে বিজেপি পেয়েছিল ৫ টি আসন,সিপিআইএম পেয়েছিল ৪ টি আসন ও কংগ্রেস ৫ টি আসনে জয়ী হয়েছিল।
ফলাফলের ত্রিশঙ্কু থাকায় এই পঞ্চায়েত কার দখলে যাবে সে নিয়ে সমস্ত রাজনৈতিক দলেরই তৎপরতা ছিল। বুধবার নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত সদস্যরা পঞ্চায়েত গঠনে অংশগ্রহণ করে। প্রধান হন তৃণমূল সদস্য মহিতুন খাতুন ও উপপ্রধান হন বিজেপির সদস্য ববিতা ঝা।
তাদের সমর্থন করেন বিজেপির পাঁচ জন সদস্য সিপিএমের চারজন সদস্য তৃণমূলের দুইজন ও কংগ্রেসের একজন সদস্য। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন তারা। এই পঞ্চায়েত গুলো গঠনে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস মিলেমিশে একাকার হলো।