নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: হাঁসখালি :: বুধবার :: ২৮ জুন :: ১৫ দিন আগে আমি ঠাকুরবাড়িতে গিয়েছিলাম কিন্তু শান্তনু ঠাকুর গেট বন্ধ করে দিয়েছিল। আর যাদের হাতে গদ্দারের রক্ত লেগে রয়েছে তাদের এরা পায়ে ধরে ঠাকুরবাড়িতে নিয়ে যায়। নদীয়ার হাঁসখালি ব্লকের বাদকুল্লায় প্রকাশ্য জনসভায় এসে বিজেপি এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য তৃণমূলের জনজোয়ার চলাকালীন বাদকুল্লা অনামি ক্লাবের মাঠে একটি প্রকাশ্য জনসভা করার কথা ছিল। কিন্তু সেদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে সভা বাতিল করতে বাধ্য হয় তৃণমূল নেতৃত্ব। আর এদিন ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে বাদকুল্লা অনামি ক্লাবের মাঠেই জনসভা করলেন তিনি। বক্তব্যের শুরুতেই মতুয়া ইসু সামনে টেনে বিজেপি এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ১৫ দিন আগে আমি ঠাকুর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু শান্তনু ঠাকুর জোর করে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল আমাকে ঢুকতে দেয়নি। আর যাদের হাতে গদ্দারের খুন লেগে রয়েছে তাদেরকে একরকম পায়ে ধরেই মন্দিরে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে তিনি বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন কোনরকম এঅ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই অভিষেক মন্দিরে গেছে। এতদিন ধরে বাংলায় আছেন কখনো শুনেছেন ঠাকুরের মন্দিরে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে। শান্তনু ঠাকুর কে কটাক্ষ করে তিনি বলেন, আমি হরিচাঁদ গুরুচাঁদ এর পুজো দিতে যাব এবং তার স্মরণ করব পাশাপাশি বীণাপানি মন্দিরে যাব আমার শান্তনু ঠাকুরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।