নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: পঞ্চায়েত নির্বাচনের আগে দিনের আলোয় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্রসহ একাধিক কার্তুজ। পুলিশের জালে গ্রেফতার ২ যুবক। পুলিশ সূত্রে খবর এদিন নদীয়ার আরংঘাটা থানা এলাকার নিমতলার মোড়ে চলছিল পুলিশি নাকা চেকিং, সেই সময় ২ যুবক একটি স্কুটি গাড়ি করে যাচ্ছিল, সন্দেহ হয় পুলিশের।
ওই যুবকদের কাছ থেকে তিনটি দেশি পিস্তল সহ ১৫ টি কার্তুজ উদ্ধার করে পুলিশ, পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করা হয়। জানা যায় যুবকদের নাম বাবন দাস ও ধনঞ্জয় সরকার। একজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ায়, আরো একজনের বাড়ি, নদীয়ার আরংঘাটা থানা এলাকায়। শনিবার এই ঘটনায় সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সবটাই তুলে ধরেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান।
পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। অন্যদিকে একাধিক আগ্নেয়াস্ত্র সহ বিপুল কার্তুজ ওই যুবকরা কোথা থেকে পেল বা কি উদ্দেশ্য ছিল তাদের সেই নিয়েও তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে দিনের আলোয় একাধিক আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার হওয়া নিয়ে রীতিমতো চিন্তায় জেলা প্রশাসন।