সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শনিবার ১০,জুন :: পঞ্চায়েতের দামামা বেজে গিয়েছে। পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গিয়েছে দিনক্ষণ। আগামী ৮ জুলাই এক দফায় গোটা রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। তপ্ত রাজ্য-রাজনীতি। শাসক থেকে বিরোধী, জোরকদমে প্রচার শুরু করেছে সবপক্ষই।
এরইমধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরেই বিজেপির উদ্দেশে দেওয়া একটি হুমকি পোস্টার ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এই পোস্টারের নীচে কোনও দল বা ব্যক্তির নাম নেই। বিজেপির অভিযোগ, এ কাজ করেছে শাসকদলের দুষ্কৃতীরা।
যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভোটের আগে বাজার গরম করতে পদ্ম শিবিরের লোকজনেরা নিজেরাই এই কাজ করেছে। পোস্টারে লেখা, যদি কোনও ব্যক্তি বিজেপির হয়ে প্রার্থী হন কিংবা বিজেপির হয়ে প্রচারে যান তাহলে তাদের গুলি করে মারা হবে। দাদা ছাড়া কোনও দল এখানে চলবে না। দলের সমর্থনে যারা প্রচার করবে তাদেরও গুলি করে মারা হবে।
এদিকে মেঘনাথ দেবশর্মা নেতাজি অঞ্চলের বিজেপির মণ্ডল সভাপতি। তাঁর উদ্দেশে পোস্টারে লেখা, তাঁকে কোনও পাড়ায় প্রচারে দেখতে পেলেই সেখানে গুলি করে মেরে দেওয়া হবে। গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বিজেপি নেতা-সমর্থকদের। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি।এই পোস্টার ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।