পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশের তদন্তে গেলেন প্রশাসনিক আধিকারিকেরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা এলাকার বাসিন্দাদের। ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার আবাদ ভগবান পুর গ্রাম পঞ্চায়েতে তদন্ত গেলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা কারী ব্যক্তি জানান, রায়দিঘি বিধানসভার আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় কোটি টাকার দুর্নীতি করেছে পঞ্চায়েত প্রধান।

১০০ দিনের কাজের টাকা তছরুপ থেকে শুরু করে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচক টাকা তছরূপ করা থেকে পানীয় জলের নলকূপ তৈরির টাকা তছরুপ সহ অঙ্গনওয়াড়ি স্কুল তৈরির কাজের টাকা তছরুপ সহ মোট ৮ টি প্রকল্প উল্লেখ করেন অভিযোগকারী।

আর এই ঘটনায় হাইকোর্টের নির্দেশে মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকায় গিয়ে ঘটনার তদন্ত করেন। অবশ্য তদন্তের পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান, হাইকোর্টের নির্দেশ মতো আমরা তদন্তে এসেছি সমস্ত প্রকল্পগুলি খতিয়ে দেখার পর তদন্তের রিপোর্ট জেলা প্রশাসন ও হাইকোর্টে জমা করা হবে।

তবে এই ঘটনায় মথুরাপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহানা খাতুন বলেন, পঞ্চায়েত কে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা চক্রান্ত করে ঘটানো হচ্ছে। প্রশাসনিক আধিকারিকেরা তদন্তে এসেছেন সবটাই তদন্ত করে দেখেছে। অভিযোগকারীদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে অভিযোগ করা হচ্ছে তার সবটাই কাজ করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =