নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২৩,সেপ্টেম্বর :: বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাঙ্গায় মেন রাস্তা থেকে গ্রামের ভেতরে যাওয়ার জন্য রয়েছে প্রায় ২০০ মিটার একটি মাটির রাস্তা। বর্ষার সময় এক হাঁটু কাদা হয়ে থাকে এই রাস্তার ওপর। চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষকে ।
বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানোর পর ২০২০-২১ অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সময় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে এলাকায় কংক্রিটের রাস্তার জন্য ১৮২৩০৬ টাকা বরাদ্দ করা হয়। কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয়। তিন বছর পেরিয়ে যাবার পরেও আজও মাত্র এই ২০০ মিটার রাস্তা কংক্রিটের হয়নি। চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন। স্থানীয় গ্রাম
পঞ্চায়েত প্রধান এর দাবি ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণর পর কেন্দ্র সরকার ওই প্রকল্পের টাকা আটকে দেয়। বাংলার সাথে বঞ্চনা করে তাই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি শুধু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নয় এই সমস্যা গোটা রাজ্যেই রয়েছে। শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্যই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা হবে ওই কাজটি কিভাবে করা যায়।