পঞ্চায়েত ভবন উদ্বোধনে এক মঞ্চে সব দলের নেতা

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: রাজনীতি ভুলে সব দলের নেতারা এক মঞ্চে। হরিশ্চন্দ্রপু্র ২ ব্লকের সাদলীচক গ্ৰাম পঞ্চায়েত ভবন নতুন রূপে সাজানো হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে পঞ্চায়েত ভবন উদ্ভোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ৪৬ বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম।

উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার,কুমেদপুর ফাঁড়ির ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যা, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ও সাদলিচক গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন ও বিরোধী দল নেত্রী মোসাম্মৎ কাশমিরী আকতার সহ সব দলের নেতা কর্মীরা। চোখ জুড়ানো সুন্দর পঞ্চায়েত ভবন পেয়ে এলাকার মানুষ খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =