সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: বৃহস্পতিবার ৩১,আগস্ট :: পঞ্চায়েত ভোট হয়ে গেলেও গোষ্ঠী কোন্দলের কারনে গঠন হলো না কাঁঠাল বেরিয়া পঞ্চায়েত। বাসন্তীতে মোট ১৩ টি পঞ্চায়েত আছে, ১৩ টি পঞ্চায়েত তৃণমূলের হাতে থাকলেও ১ টি পঞ্চায়েত গোষ্ঠী কোন্দলের কারণে গঠন করতে পারেনি তৃণমূল কংগ্রেস ।
এমন চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার কাঁঠাল বেরিয়া পঞ্চায়েতে।
দক্ষিণ ২৪ পরগরনা মধ্যে গোষ্ঠী কোন্দলে শিরোনাম থাকে বাসন্তী বিধানসভা। আর এই গোষ্ঠী কোন্দলের জেরে প্রাণ গেছে একাধিক তৃণমূল কর্মীর।
এলাকাবাসীর দাবি:-পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরেও এলাকায় গোষ্ঠী কোন্দলের জেরে পঞ্চায়েত গঠন করতে পারেনি যুব ও মাদার তৃণমূল কর্মীরা। আর বোর্ড গঠন না হওয়ার কারণে ভুগতে হচ্ছে অভিযোগ সাধারণ মানুষদের।, অঞ্চলে সে ভাবে কোন কাজ হচ্ছে না সরকারি অফিসার রা আসেন আর ফিরে চলে যান, পঞ্চায়েত গঠন না হওয়ার কারণে কেউ পঞ্চায়েতের সার্টিফিকেট পাচ্ছে না।