সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: ভাঙড়ে তৃণমূলের শুরু থেকে দীর্ঘ এক যুগ ধরে ভাঙ্গড় দু’নম্বর ব্লক অফিসের পঞ্চায়েত সমিতির ঘরে বসে কাটিয়েছেন আরাবুল ইসলাম। আর ভাঙ্গড় জুড়ে সেই অফিস আরাবুল ইসলামের চেনা পরিচিত অফিস হয়ে ওঠে মানুষের কাছে।
কিন্তু মাঝখানে কেটে যায় কয়েকটা মাস আর,ভোট পরবর্তী হিংসায় জেলবন্দী হয় আরাবুল। তারপর সেই অফিস দখল করে বসে যায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম।
আর পরিচিত সেই অফিস ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয় আরাবুল। কিন্তু সেই অফিস দখল হয়ে যায়। নিজের অফিসে বসতে না পেরে আজ আরাবুল ইসলাম ভাঙড় দু’নম্বর বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবায় ব্যস্ত হয়ে ওঠেন।
তবে বিডিও অফিস সূত্রে জানা যায় আরাবুল ইসলামকে অফিসের তিনতলায় বসার জায়গা করে দেওয়া হয় কিন্তু আরাবুল ইসলাম সেখানে বসতে রাজি হননি ।