কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এক বছর আগে ঘটা করে পঞ্চায়েতের তহবিল থেকে নির্মাণ করা হয়েছিল আর্সেনিকমুক্ত পানীয় জলাধারা। কিন্তু দীর্ঘ এক বছর কেটে যাওয়ার পরেও সেই জলাধারা থেকে এক ফোটাও জল পড়েনি ।
এমনকি পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে ঝা চকচকে জলধারা নির্মাণ করা হলেও এখনো পর্যন্ত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়নি কেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ? এই ছবি মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা এলাকার। উল্লেখ্য শেখপুরা আর্সেনিক প্রবন এলাকা হিসেবে চিহ্নিত।
পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ, নির্মাণ সংস্থার ঠিকাদার শাসকদলের নেতা বলে পরিচিত। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং ঠিকাদার যৌথভাবে মিলিত হয়ে আর্সেনিকমুক্ত জলাধার নির্মানের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের।
মানিকচকের এই এলাকা অত্যন্ত আর্সেনিক প্রবণ তাই আর্সেনিকযুক্ত জল থেকে মুক্তি পেতে পঞ্চায়েতের তহবিল থেকে পরিচিত পানীয় জলের জলাধার নির্মাণ করা হলেও এখানেও টাকা আত্মসাৎ এর অভিযোগ।