কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পঞ্চায়েত অফিসের পেছনে তিনশো মিটার অদূরে বোমা উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার।মালদহের চাঁচল থানার মহানন্দাপূর পঞ্চায়েত অফিসের পেছনের ঘটনা।মঙ্গলবার তুষ ভর্তি ব্যাগ পড়ে থাকতে বাসিন্দারা।এবং ব্যাগের পাশেই বেরিয়েছিল একটি বোমা।
খবর পেয়ে চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ ও এসডিপিও শুভেন্দু মন্ডলের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।মালদা থেকে বোমস্কোয়াড পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে।মোতায়েন ছিল দমকল কর্মীরাও।
বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় মহানন্দাপুর এলাকায়।চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল জানান, সাতটি কৌটা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।কে বা কারা বোমা মজুত করেছিল, পুলিশি তদন্ত চলছে।
উল্লেখ্য,দুমাস আগেই মহানন্দপুর পঞ্চায়েত অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস।কংগ্রেসকে হাটিয়ে পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে তৃণমূল। অনাস্থার সময় নিজেদের ক্ষমতা প্রদর্শন করার জন্যই বোমা মজুত করেছিল শাসক-বিরোধীরা, না অন্য কারন,কারা বোমা রাখলো,পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।