পঞ্চায়েত দখল করতে,বিজেপি পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ – অভিযুক্ত তৃণমূল

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: পঞ্চায়েত দখল করতে,বিজেপি পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার গড়েরহাট এলাকায়। জয়নগর থানায় অভিযোগ দায়ের করলেন অপহৃত পঞ্চায়েত সদস্যের স্ত্রী কবিতা মন্ডল।

অভিযোগ আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে জয়নগর থানার গোড়ের হাটে একটি শ্মশানে দাহ করতে গিয়েছিলেন। সেই সময় একটি টাটা সুমো আসে। গাড়ি থেকে চারজন নেমে তাকে জোরপূর্বক অপহরণ করে বলে অভিযোগ। বামদেব মণ্ডল বকুল তলার দাঁড়ার বাসিন্দা।

ঘটনায় পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করছে বিজেপি। তাদের অভিযোগ বর্তমানে মায়াহাউড়ি পঞ্চায়েত বিজেপির দখলে। ২০১৩ থেকে এই পঞ্চায়েত বিজেপির দখলে আছে।

মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ টি গ্রাম সভার সদস্যের মধ্যে, বিজেপির ৭টি আসন, তৃণমূলের ৬ টি ও নির্দল ১টি। অপহৃত বিজেপি সদস্যকে নিজের দলে নিয়ে বোর্ড গড়তে তৃনমূলের এই অপহরণ করে বিজেপির অভিযোগ। বিজেপি জেলা কার্যলয়ে (পূর্ব) অপহৃতের স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান বিজেপি নেতা সুনীপ দাস।

কুলতলির বিধায়ক গনেশ মন্ডল এ বিষয়ে জানান, বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বারুইপুর জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =