নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, ২০১৮ সালের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অন্যায় করেছিল তৃণমূল। আগামী নির্বাচনে সেই অন্যায়ের পুনরাবৃত্তি হবে না। গতকাল রোববার বোলপুরে এক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় স্থানীয় সরকারের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১৪ মে। ওই নির্বাচনে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনকে ঘিরে মৃত্যু হয়েছিল ২৪ জনের।
সম্মেলনে অনুব্রত মণ্ডল বলেন, ‘২০১৮ সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অন্যায় হয়েছে। আমরা ভয়ংকর অন্যায় করেছি। আর যেন ভুল না হয় আমাদের। এবার আমরা পৌরসভার ভোটে লড়ব। পঞ্চায়েত ভোটে লড়ব। এবার ভোট হবে। আমরা মানুষের রায় নেব। মানুষের রায়টা আমাদের নেওয়া উচিত।’
তৃণমূল নেতা আরও বলেন, আপনারা পাশে থাকবেন। মানুষ ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছেন। মানুষ একবার ভুল করেছে। এবার বুঝবে। আর ভুল করবে না।