নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৫ই,মার্চ :: পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই প্রস্তুতি শুরু করে দিল মালদা জেলা কংগ্রেস। মূলত সাম্প্রতিক ঘটে যাওয়া সাগরদিঘী উপনির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে তারা বাড়তি অক্সিজেন পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। তারই অঙ্গ হিসাবে শনিবার দুপুরে মালদা টাউন হলে আয়োজন করা হলো এক পদাধিকারী সম্মেলনের।
উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা সংসদ আবু হাসেম খান চৌধুরী, পঞ্চায়েত নির্বাচনী সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী, মুত্তাকিন আলম, মোস্তাক মহম্মদ সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।
আগামী পঞ্চায়েত নির্বাচনের দলীয় কর্মসূচি এবং লক্ষ্য ঠিক করতে এই দিনের এই পদাধিকারী সম্মেলন বলে জানান প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী। নির্ধারিত সময়ের আগেই সম্মেলন শেষ করে কংগ্রেসের নেতা ও কর্মীরা কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচির গ্রেফতারের প্রতিবাদে শহর জুড়ে মিছিল করেন।৷