নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জব্দা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী সাবার্জনীন জব্দা রাস মেলার শুভ উদ্বোধন হলো । পুরুলিয়া ছৌ নিত্য, ধামসা মাদল,মহিলা ঢাকি, আদিবাসী নৃত্য,রনপা, মসাল, খোল ও ঢাক সহকারে বনাঢ্য শোভাযাত্রা হয় ।
এই মেলা এবছর ৮৩ তম বর্ষে পড়লো। আজ ১৩ থেকে ২৪ নভেম্বর পযর্ন্ত ১০ দিন ব্যপি এই মেলা চলবে। মেলার মধ্যে দুটি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠান ও প্রত্যহ থাকছে ক্রীড়া প্রতিযোগিতা। মেলায় থাকছে রকমারি স্টল আলোক সজ্জা
নাগরদোলা,ডিস্কো,টোরাটোরা,ছোটোদের মিকি মাইস,ট্রয় ট্রেন । রয়েছে মহিলাদের কবাড়ি প্রতিযোগিতা ও নানান ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠান মঞ্চ থেকে মেলার স্মারক পত্রিকা উদ্বোধন হয় ও এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের সংম্বর্ধনা জানানো হয় মেলার উদ্বোধন করেন সম্মাননীয় কৃত্তিবাসানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বাঁকুড়া ।