নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ব্লকের মতিরামপুরে থেকে বিদ্যুত দফতরের অফিস অন্যত্রে সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ পটাশপুর নাগরিক মঞ্চের।জানা যায়,পটাশপুর মতিরামপুরে দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক দফতরের অফিস আছে সেই অফিস অন্যত্রে স্থানান্তরিত হওয়ার কথা শুনতেই পটাশপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকেই এগরা বাজকুল
রাজ্য সড়কের মতিরাম পুর ইলেকট্রিক অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। যার জেরেই গুরুত্বপূর্ণ সড়কে জনজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ।