নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৬,জানুয়ারি :: পড়তে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ রবিবার। উদ্ধার হওয়া ছাত্রের গোপন জবানবন্দীর জন্য কালনা মহকুমা আদালত পাঠানো হয়।
জানা যায়,গত ডিসেম্বর মাসের আঠাশ তারিখ নফরতপুর পঞ্চায়েতের ইট খোলাপাড়া এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত ঘোষ পড়তে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায়।এরপর পরিবারের তরফে নাদন ঘাট থানায় নিখোঁজ ডায়েরি-র পাশাপাশি কিডন্যাপিং এর কেস করা হয়।
তদন্তে নেমে মেদিনীপুরের ডেবরা থানা এলাকা থেকে ওই নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে নাদনঘাট থানার পুলিশ। ছাত্রের মোবাইল লোকেশন দেখেই উদ্ধার করে নাদনঘাট থানার পুলিশ। কিভাবে ছাত্র মেদিনীপুর পৌঁছালো, কেনই বা সে সেখানে গিয়েছিলো তার সমস্ত উত্তরের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।