পড়শি রাজ্য অসম থেকে উদ্ধার হল বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২৯,অক্টোবর :: পড়শি রাজ্য অসম থেকে উদ্ধার হল বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো নতুন ৩৩টি সবুজ সাথী সাইকেল উদ্ধার করেছে অসমের ধুবরি জেলার তামারহাট থানার পুলিশ।

সরকারি সাইকেল মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছে অসমের দুই বাসিন্দা। বাংলার গণ্ডি পেরিয়ে একেবারে পড়শি রাজ্য অসমে সবুজ সাথী প্রকল্পের সাইকেলের চোরা কারবারির ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে প্রশাসন। এদিকে, গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই সবুজ সাথী প্রকল্পেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা।

সবুজ সাথী প্রকল্পের আওতায় বাংলার ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হয়ে থাকে। তবে সেই সরকারি সাইকেলের দুর্দশার ঘটনা কারোরই অজানা নয়। কোথাও রোদ-বৃষ্টিতে মাঠেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে বিশ্ব বাংলা লোগো লাগানো সাইকেল।

কোথাও আবার প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল।অসমের তামারহাট থানা সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো সবুজ সাথী সাইকেল অসমের রাস্তাঘাটে প্রায়শই দেখা মেলে।

তবে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ধুবরি জেলার মুসলমান পাড়া এলাকায় অভিযান চালায় অসমের তামারহাট থানার পুলিশ। অভিযান চালিয়ে দুটি বাড়ি থেকে উদ্ধার হয় একেবারে ঝা চকচকে ৩৩টি সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

সরকারি সাইকেল মজুত রাখার অভিযোগে আব্দুল মজিদ শেখ ও আব্দুল আজিজ শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ।সবুজ সাথী প্রকল্পের ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিশ্ব বাংলা লোগো লাগানো সাইকেল বাংলার গণ্ডি পেরিয়ে কী করে পড়শি রাজ্য অসমে পাচার হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =