নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমরি :: রবিবার ২৯,ডিসেম্বর :: মৃতের নাম বর্ণালী নায়েক(১৬),বাড়ি মেমারির ছিনুই এলাকায়। ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে,সকালে দেরি করে ঘুম থেকে ওঠায় বর্ণালীর মা তাকে বকাঝকা করেন।পরে বর্ণালীর মা বাজার থেকে বাড়ি এসে দেখেন ঘরের দরজা বন্ধ।
ডাকাডাকি করে সাড়া না মেলায় ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় বর্নালীর দেহ ঝুলছে।পরে মেমারী থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।