নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়াঃ :: পণ্যবাহি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ায়। বুধবার বাঁকুড়া-রানীগঞ্জ জাতীয় সড়ক দিয়ে ঐ পণ্যবাহি লরিটি যাওয়ার সময় সদর থানা এলাকার অর্জুনপুর সংলগ্ন শালতলার কাছে ঐ লরিটির সামনের অংশে আগুন লেগেছে।
ঘটনার পর পরই রাস্তার পাশে জ্বলন্ত লরিটিকে দাঁড় করিয়ে দিয়ে চালক-খালাসি এলাকা ছাড়ে বলে খবর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও লরিটির সামনের অংশ পুরো পুড়ে গেছে।
পুলিশ ও দমকলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে পুলিশের তরফে ঐ লরির মালিক ও চালক-খালাসির খোঁজ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
বাঁকুড়া দমকল কেন্দ্রের স্টেশান অফিসার রঘুপতি ঘোষ বলেন, ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। সম্ভবত ঐ লরির ব্যাটারি থেকে শর্ট-শার্কিটের ফলেই এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মনে করছেন বলে জানান।