নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১,ফেব্রুয়ারি :: পণ এর দাবী পূরণ না করায় স্ত্রী’কে শ্বাসরোধ করে খুন স্বামীর ! : ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চকদীঘি বাজার কালীতলা এলাকায় । ধৃত অভিযুক্ত। স্ত্রীর পরিবার পণের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে ঘরের ভিতরে গলা টিপে শ্বাস রোধ করে খুন করল স্বামী।
এমনই স্বীকারোক্তি দিয়েছে জামালপুর থানার পুলিশের কাছে স্বামী অরূপ দলুই। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা জামালপুরে। বৃহস্পতিবার রাতে ওই মহিলাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্থানীয়রা, জামালপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণা করে গভীর রাতে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই মহিলার নাম পূজা দলুই। পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘী পঞ্চায়েতের বাজার কালীতলা সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ মৃতার স্বামী অরূপ দলুইকে গ্রেফতার করে ।