নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জীবনতলা :: বুধবার ১৫,অক্টোবর :: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি নতুনপাড়া এলাকায়। স্থানীয়রা জখমদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ভাঙড় ব্লকের চন্দনেশ্বর সাঁকশহর এলাকার বাসিন্দা যুবক শাকিল মোল্লা। রাতে বাইকে চেপে মৌখালি থেকে বাড়িতে ফিরছিল।
বাইকের পিছনে ছিল আরমান মোল্লা ও আর এক কিশোর।মৌখালি নতুনপাড়া এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সারাফত মোল্লা নামে এক পথচারীকে পিছন থেকে সজোরে ধাক্কা মেরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় দুই বাইক আরোহী ও এক পথচারী। স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসে।
রক্তাক্ত অবস্থায় তিনজন কে উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তিনজনের মধ্যে বাইক চালক শাকিল মোল্লা ও পথচারী সারাফত মোল্লার অবস্থা সংকটজনক।