নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: সোমবার ৫,জানুয়ারি :: পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অর্থানুকূল্যে আজ হলদিবাড়ি ব্লকের হেমকুমারি অঞ্চলের সিংগীর মোড় পাকা রাস্তা থেকে
ডাঙ্গাপাড়া মাদ্রাসা মোড় ভায়া ডাঙ্গাপাড়া A P স্কুল হয়ে অমরজিৎ রায়ের বাড়ি পর্যন্ত ১.৬৫০ মিটার দৈর্ঘ্য একটি রাস্তার নির্মাণ কাজের শুভ শিলান্যাস করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।
উক্ত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — হলদিবাড়ি বিডিও রেনজিলামো শেরপা,হলদিবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, হেমকুমারি অঞ্চলের প্রধান তুলি খাতুন,জেলা পরিষদ সদস্যা আলপনা রায়,পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাহুল প্রামাণিক,বিশিষ্ট সমাজসেবী ভবেশ চন্দ্র রায়,বেলাল সরকার প্রমুখ।

