নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: শনিবার ০৬,জানুয়ারি :: শংকর আঢ্যর গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল৷দেবদাস মন্ডল শংকর বাবুর চরম বিরোধী বলেই পরিচিত রাজনৈতিক মহলে৷অতীতেও তার বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ নিয়ে সড়ব হয়েছিলেন।একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতেও দেখা
গিয়েছে প্রকাশ্যে একাধিকবার। দেবদাস বাবু বলেন ‘ বনগাঁ মহকুমা জুড়ে শংকর আঢ্যর প্রায় দুশো কোটি টাকা সম্পত্তি রয়েছে।একাধিক বাড়ি দখল রয়েছে।বহু বেনামী সম্পত্তি ‘ কয়েকটি সোনার দোকান।হুন্ডির টাকার ব্যবসা জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন।
জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিমের হাত মাথায় ছিল তাই শঙ্করের এত প্রতিপত্তি৷ শংকরের কলকাতায় বাড়ি রয়েছে,দুবাইতে ব্যবসা রয়েছে,সম্পূর্ণ ব্যবসা দু নম্বর টাকায়।জীবন শুরু রাস্তার পাশে চায়ের দোকান ছিল সেখানে চা বিক্রি করতেন শংকর আঢ্য।