সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর ;; বুধবার ১৭,জানুয়ারী :: জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে পর পর তিনটি দুর্ঘটনা গত দুদিনে । একটি পথ দুর্ঘটনায় একজনের প্রাণ যায় এবং একজন গুরুতর জখম । তার কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে। আর সেই দুর্ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবারও ঠিক একই জায়গায় পথ দুর্ঘটনা । আর এবার স্কুল ছাত্র।
স্কুলে আসার সময় পিছন থেকে একটি অটো এসে সজরে ধাক্কা মারে ওই স্কুল ছাত্রকে । তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা যখম ছাত্রকে তুলে নিয়ে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়। আর এই পরপর দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
তাদের দাবি অবিলম্বে স্পিড ব্রেকার লাগাতে হবে তবেই চলবে গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার বিশাল পুলিশবাহিনী । যদিও পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথা হলেও এখনো পর্যন্ত অবরোধ ওঠেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ না স্পিড ব্রেকার হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই অবরোধ।