নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: মঙ্গলবার ২২,জুলাই :: হাড়োয়া থানার অন্তর্গত কুলটি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রকাশ মন্ডল নামে এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গড় থানার অন্তর্গত চন্ডিপুর এলাকার ওই যুবক উচ্চ গতিতে মোটরবাইক চালিয়ে আত্মীয়র বাড়িতে যাচ্ছিল।
কুলটি এলাকায় একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মোটরবাইক থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রকাশ মণ্ডল নামে ওই যুবকের। সেই সঙ্গে ওই যুবকের সঙ্গে থাকা স্নেহাশীষ চক্রবর্তী নামে এক যুবক গুরুতর আহত হয়।