পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ কোচবিহার পুলিশের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৭,মে :: প্রতিনিয়ত বেড়ে চলেছে পথ দুর্ঘটনা । প্রাণ যাচ্ছে বহু মানুষের শুধু চালক নয় এই দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিচ্ছে পথ চলতি মানুষদের। এই কারণেই বিভিন্ন রাস্তায় কোচবিহার পুলিশের পক্ষ থেকে বসানো হচ্ছে স্পিড ব্রেকার।

আজ মাথাভাঙ্গার অদূরে পঞ্চানন মোড় থেকে শীতলকুচি যাওয়ার রাজ্য সড়কে শুরু হলো স্পিড ব্রেকার লাগানোর কাজ। এই কাজ সরজমিনে দেখতে এলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, সেই সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা।

এদিন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন যাত্রী নিরাপত্তা এবং যানবাহন নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছে কোচবিহার ট্রাফিক পুলিশ।

সেই সঙ্গে তিনি বলেন ২০২৪ সালে কোচবিহার জেলায় প্রায় ১৮ শতাংশ দুর্ঘটনা কমাতে পেরেছি আমরা। আমাদের লক্ষ্য যেসব রাস্তা জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কে মিশেছে সেই সব জায়গায় স্পিড ব্রেকার লাগানো।

তিনি বলেন শীতলকুচি পর্যন্ত যে সকল জায়গায় স্পিড ব্রেকার লাগালে দুর্ঘটনা এড়ানো যাবে সে সকল জায়গায় স্পিড ব্রেকার লাগানো হবে। পুলিশের এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =