নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ৩,জুলাই :: কোচবিহার জেলা পুলিশ এবং সাহেবগঞ্জ থানার যৌথ উদ্যোগে পহেলা জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত সাড়ম্বরে পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। তার ঐ অঙ্গ হিসেবে আজ সাহেবগঞ্জ থানা ট্রাফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মোটরসাইকেল শোভাযাত্রা।
আজ সাহেবগঞ্জ থানা থেকে এই শোভাযাত্রাটি সাহেবগঞ্জ বাজার থেকে, বামনহাট হয়ে খারুভাজ পর্যন্ত গিয়ে আবার সাহেবগঞ্জ থানায় এসে শেষ হয়। এদিনের এই শোভাযাত্রাটির নেতৃত্ব দেন সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি দেবাশীষ রায়।
দেবাশীষ রায় ছাড়াও এ দিন এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছিল সাহেবগঞ্জ থানার বিপুল পরিমাণ সিভিক ভলেন্টিয়াররা। ট্রাফিক ওসি দেবাশীষ রায় জানান সারা বছর পথ নিরাপত্তা আমরা সচেতনতা প্রদান করে থাকি।
তবে প্রতিবছর পহেলা জুলাই থেকে আটই জুলাই পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন করা হয়ে থাকে।
মূলত হেলমেট ছাড়া বাইক চালানো এবং পেছনে বসা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এছাড়া মোটরসাইকেল চালানোর সময় যাতে করে কেউ মোবাইল ফোন ব্যবহার না করে সেসব বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে এদিন নাগরিকদের সচেতন করা হয়।