“পদমতি গৌড় গ্রাম যুক্ত জুম্মা মসজিদ” ঈদগাহে পবিত্র ঈদ- উল -আজহার নামাজ সুষ্ঠুভাবে পালিত হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শনিবার ৭,জুন :: শনিবার পবিত্র ঈদ। ময়নাগুড়ি ব্লকের পদ মতি- দুই অঞ্চলের অন্তর্গত- “পদমতি গৌড় গ্রাম যুক্ত জুম্মা মসজিদ” ঈদ গাহে পবিত্র ঈদ- উল -আজহার নামাজ সুষ্ঠুভাবে পালিত হলো।

মসজিদটি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হলেও মসজিদ এখনো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। প্রায় পাঁচ শত পরিবার মিলেমিশে শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করছে ।

বিভিন্ন মুসলিম সমাজে যখন বিভাজনের সৃষ্টি হয় তখন এই মসজিদ এবং এখানকার লোকজন একাত্মা হয়ে হাতে হাত মিলিয়ে একই ছাতার তলে থাকার জন্য বদ্ধপরিকর হয়ে উঠে।

পবিত্র এই দিনে সকলেই সকালে উঠে মসজিদ প্রাঙ্গনে আসেন এবং মসজিদে নামাজ সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন। কচিকাচাদের মধ্যে দেখা যায় আনন্দের জোয়ার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 11 =