পয়ত্রিশ টাকার টিকিটে বদলে গেল ভাগ্য, লটারিতে কোটিপতি গৃহবধূ সাফল্যে আবেগে আপ্লুত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: সোমবার ১৫,ডিসেম্বর :: মাত্র ৩৫ টাকার একটি লটারির টিকিট—আর তাতেই বদলে গেল জীবনের সমস্ত হিসেব।

পূর্ব বর্ধমান জেলার, আউশগ্রাম থানার অন্তর্গত বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলাড়ি গ্রামের গৃহবধূ ডলি বেগম এক কোটি টাকার লটারির পুরস্কার জিতে কোটিপতি।জানা গেছে, সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিতে গুসকরায় গিয়েছিলেন ডলি বেগম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বড়া চৌমাথায় একটি দোকান থেকে ৩৫ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি।

নিয়তি যেন সেদিনই অপেক্ষা করছিল। ফলাফল ঘোষণার পর জানতে পারেন, সেই সামান্য টিকিটই তাঁকে এনে দিয়েছে এক কোটি টাকার বিশাল পুরস্কার।

ডলি বেগমের স্বামী মফিজুল পেশায় একজন রাজমিস্ত্রি। সীমিত আয়ে সংসার চালিয়ে এক ছেলে ও এক মেয়েকে বড় করছেন তাঁরা। নিজেও সেলাইয়ের কাজ করে পরিবারের আয়ে সামান্য হলেও হাত বাড়ান ডলি। প্রতিদিনের সংগ্রাম, অভাবের সঙ্গে লড়াই—সবকিছুর মধ্যেই ছিল তাঁদের জীবন।

হঠাৎ এই সাফল্যে আবেগে আপ্লুত ডলি বেগম। চোখে জল নিয়ে তিনি জানান, “এই টাকা দিয়ে কিছু জমি কিনতে চাই। আর সবচেয়ে বড় স্বপ্ন—ছেলে-মেয়েদের ভালো করে পড়াশোনা করানো, যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে”।

এক মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় খুশির জোয়ার বইছে বেলাড়ি গ্রামে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা ভিড় জমাচ্ছেন ডলি বেগমের বাড়িতে। সাধারণ এক গৃহবধূর এই অসাধারণ সাফল্যের গল্প এখন গোটা এলাকায় অনুপ্রেরণার নাম—৩৫ টাকার টিকিটে সত্যিই বদলে যেতে পারে জীবনের মানচিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =