নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৯,জুলাই :: পরকিয়ার জের। তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চাড়ালু গ্রামে।
পুলিশ সূত্রে জানাগেছে,মৃতার নাম বিলকিস বিবি(৩৮)।তার স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা দায়ের হলেই গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। বাড়ির পাশে বিয়ে হওয়া পিসতুতো শ্যালিকার সঙ্গে পরকিয়ায় জড়ায় মোস্তাফিজুর বলে অভিযোগ।তিনমাস আগে তাকে নিয়ে চলে যায় ভিনরাজ্যে।সেখানে বিয়েও করেন বলে জানাগেছে।সম্প্রতি বাড়ি ফিরে।দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়ি ঢোকেন।এতে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অত্যাচার তীব্র শুরু হয়।সোমবার রাতে শোওয়ার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।
এনিয়ে অভিযুক্ত জামাই সহ চারজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করেছেন মৃতার বাবা সাহাবুদ্দিন।তিনি শাস্তির দাবি জানিয়ছেন।