নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উস্তি :: মঙ্গলবার ৫,আগস্ট :: দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার হরিহরপুর পুরকাইত পাড়ার বাসিন্দা মহাসিন হালদার প্রায় তিন মাসের বেশি নিখোঁজ থাকার পর তার দেহের হাড়গড় ও মাথার খুলি উদ্ধার হল উস্তি থানার শিবপুর প্রাইমারি স্কুলের মাঠের কাছাকাছি একটি জঙ্গল থেকে ।
নিখোঁজ হওয়ার পর উস্থি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন মহাসিন হালদারের স্ত্রী তনুজা বিবি। পুলিশ তদন্তে নেমে বেশ কিছুদিন পর পর মহাসিনের স্ত্রী তনুজা বিবিকে সন্দেহ করে। পরে উস্তি থানার পুলিশ মহাসিন হালদারের স্ত্রী তনুজা ও তার প্রেমিক হাবিবুল্লাহ গ্রেফতার করে।
পুলিশের ম্যারাথন জেরায় স্বীকার করে সে তার প্রেমিক হাবিবুল্লাহ খান,( যে তার দোকানে কাজ করতো) , তাকে নিয়েই খুন করে স্থানীয় একটি ঝোপের মধ্যে দিয়ে রাখে। পুলিশ উস্তি থানার শিবপুর প্রাইমারি স্কুলের কাছ থেকে পচা গলা দেহের কিছু হাড় ও মাথার খুলি সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠায়।