নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়া গ্রামে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে শনিবার সকালে চরম উত্তেজনা ছড়াল। গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকেছিলেন তাঁর প্রেমিক।
হাতেনাতে ধরা পড়তেই শুরু হয় উত্তেজনা। গ্রামবাসীরা সারারাত দু’জনকে একটি ঘরে আটকে রাখে। সকালে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে । ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।
অবশেষে বিষয়টিতে হস্তক্ষেপ করে পুলিশ।তবে এই ঘটনার প্রসঙ্গে কেউ মুখ খোলেনি সংবাদ মাধ্যমের কাছে। তাদের উদ্ধার করতে গিয়ে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।
স্থানীয় সূত্রে খবর, ভেদিয়া বাগদিপাড়ার ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। দীর্ঘদিন ধরেই বাগবাটি গ্রামের এক বিবাহিত যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, গভীর রাতে,ওই যুবক বধূর বাড়িতে ঢোকার সময়ই শাশুড়ির হাতে ধরা পড়ে যায় ।
সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দু’জনকে রাতে একটি ঘরে আটকে রাখে। সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ভোর থেকেই তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এই ঘটনায় ব্যাপক ভিড় জমে যায় গোটা গ্রামে।
খবর পেয়ে ছোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, প্রথমে জনতার বাধার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত বহুকষ্টে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র আলোড়ন ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।